সিডনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ মার্চ,
বুধবার,২০২৫ | আপডেট: ০৭:৩২ পিএম, ১ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখা ও অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ১৬/০৩/২০২৫ইং রবিবার বিকেল ৫ ঘটিকায় সিডনীর বাংলাদেশী অধ্যুশিত এলাকা লাকেম্বা লাইব্রেরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মোঃ মশিউর রহমান তুহিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান (জাহিদ) এর পরিচালনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা ) মোহাম্মদ অমি ফেরদাউস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী মৃধা।
প্রধান বক্তার বক্তব্যে অমি ফেরদৌস বলেন বন্ধুগণ আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি কারণ জাতীয়তাবাদী দল কে নিয়ে বিভিন্ন কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের নেতা তারেক রহমান এর হাত কে আরো শক্তিশালী করে কাজ করতে হবে।সেজন্যে এই মুহূর্তে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে হায়দার আলী বলেন পবিত্র রমজান মাস আমাদের আত্ম সংযমের মাস,এই মহিমান্যিত মাসে আমরা নিজেদের কে পরিশুদ্ব করার সুবর্ণ সুযোগ রয়েছে সুতরাং সময় কে ভালো কাজে ব্যয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সু-স্বাস্হ্য দীর্ঘায়ু কামনা করেন।
সভায় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার উপদেষ্টা মোঃ সুহেল,সহ-সভাপতি আশরাফুল ইসলাম (মামা) সাংগঠনিক সম্পাদক নাদিম ফারুকী,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন যুবদল সাংগঠনিক কমিটির অন্যতম নেতা মোঃ সাগর,শরিফুল ইসলাম শিবলী,বুলবুল আহমদ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ হোসেন,যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব,যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহের হোসেন,যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (দফতরের দায়িত্ব) লাবু,যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন,যুগ্ম আহ্বায়ক মোঃ কালাম, সিনিয়র সদস্য মোবারক মিয়া, রাসেল আহমদ,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু ব্যাপারী, ভারপ্রাপ্ত সদস্য সচিব নুর আলম, যুগ্ম আহ্বায়ক আজিজুন নাহার, সদস্য ফারদিন হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

লাকেম্বা মসজিদে অনলাইন হুমকি নিয়ে তদন্ত চলছে

সিডনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিষিদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ সভা

সুপ্রভাত সিডনির সংবাদ সম্মেলনে সাংবাদিক হয়রানির তীব্র নিন্দা

অস্ট্রেলিয়া স্বেচ্ছাসেবক দলের মহান বিজয় দিবস পালিত
