avertisements 2

অস্ট্রেলিয়ায় ঈদ জামাতের প্রস্তুতি, উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুলাই,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৫৪ পিএম, ২৬ এপ্রিল,শুক্রবার,২০২৪

Text

অস্ট্রেলিয়ার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বইছে ঈদ উৎসবের আমেজ। চলছে নানা প্রস্তুতি। কোরবানী ঈদ  বা ঈদুল আজহা উৎযাপনকে ঘিরে অস্ট্রেলিয়ায় নামাজ আদায়ের জন্য চলছে নানা প্রস্তুতি। বৃহত্তম শহর সিডনি সহ অন্য রাজ্যের বিভিন্ন সাবারবে   আয়োজন করা হচ্ছে ঈদের নামাজ জামাতে পড়ার আয়োজন। 

গত দুই বছর করোনাভারাস মহামারির সময়ে মুসল্লিরা মনে আনন্দ নিয়ে ঈদুল আজহা  নামাজ জামাতে পড়তে পারেনি নানা বিধিনিষেধের কারণে। চলতি বছর বিধিনিষেধ  সরকার শিথিল করাতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে উৎসবের আমেজ।

 মসজিদ কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে।  বৃষ্টি হলে খোলা মাঠে  বৃহৎ  আকারে না করে একাধিক জামাত আদায় করা হতে পারে মসজিদে বা কোনো হল রুমে।

 

 অস্ট্রেলিয়ায়র অধিকাংশ স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে শনিবার ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে কিছুসংখ্যক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে রবিবার।

এবারে  উইক এন্ডে বা সাপ্তাহিক ছুটির দিন  ঈদের দিনক্ষণ হওয়ায় আলাদা উৎসাহ উদ্দীপনা  কাজ করছে । নামাজ শেষে অনেককেই কোরবানির উদ্দেশে ছুটে যাবেন শহর থেকে দূরের পশু খামারগুলোর দিকে। অনেকেই খামারের সাথে যোগাযোগ করে আগেভাগেই পশু পছন্দ করে রেখেছেন। আবার কেউ কেউ বুচার স্টোরগুলোর মাধ্যমে কোরবানি দিবেন  ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2