বাংলাদেশের একতরফা নির্বাচনের তফসিল বাতিলের উদ্যোগ নিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বরাবর স্মাররকলিপি প্রদান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:২৮ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সিডনি রিপোর্ট: বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে আজ শুক্রবার ৮/১২/২০২৩ইং সকাল ১০ ঘটিকায় অস্ট্রেলিয়ার মাননীয় প্রধানমন্ত্রী Anthony Albanese এর Electoral office, 334A Marrickville Road, Marrickville NSW 2204 সামনে বাংলাদেশ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিল, হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার অথবা জাতিসংঘের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে Rally, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান শুরু হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোঃ রাশেদুল হক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস এর পার্লামেন্ট মেম্বার,সিনেটর Abigail Boyd । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনেটর Lee Rhinnon ।
অস্ট্রেলিয়া গ্রীন পার্টির প্রভাবশালী সিনেটর Abigail Boyd তার বক্তব্যে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান ।
গ্রীন পার্টির সাবেক সিনেটর Lee Rhinnon বক্তব্যে বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করছেন, তাদের নৈতিক সমর্থন জানানোর জন্য বিশ্বের সকল গণতান্ত্রিক নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান । এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা যে সকল নেতা কর্মী আটক করা হয়েছে (প্রায় ১০০০০) তাদেরকে অবিলম্বে মুক্তি দেবার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ রাশেদুল হক বলেন ,ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশের গণতন্ত্র প্রিয় জনগণ, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে । আমরা অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে অবস্থানকৃত বাংলাদেশী গণতন্ত্র প্রিয় জনগণ, জাতিসংঘ সহ নিজ নিজ দেশে অবস্থিত সরকারের সাথে সমন্বয় করে, বাংলাদেশের এই বিপন্ন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার এই মহান আন্দোলনকে সফল করার লক্ষে সর্বাক্তক সহযোগিতা করে যাবো। আজকের এই অনুষ্ঠানকে সফল করার লক্ষে যারা নানা ভাবে সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান। এছাড়া তিনি ধন্যবাদ জানান কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যারা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করেছেন ।
রাশেদুল হকের নেতৃত্বে নিউ সাউথ ওয়েলস এর পার্লামেন্ট মেম্বার, সিনেটর Abigail Boyd এবং সাবেক সিনেটর Lee Rhinnon সহ একটি প্রতিনিধি দল অস্ট্রেলিয়ার মাননীয় প্রধানমন্ত্রী Anthony Albanese এর Electoral office এ তার প্রতিনিধির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি তাওহীদুল ইসলাম , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হায়দার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস, বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের সাবেক সেক্রেটারী আশরাফুল আলম রনি, অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অনেকেই বক্তব্য রাখেন এবং তাদের সুনির্দিষ্ট দাবি-দাওয়া উপস্থাপন করেন এছাড়া ও স্থানীয় কমিঊনিট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুল হক জর্জ, হুমায়ের চৌধুরী রানা , মাহমুদ (IPDC), মোহাম্মদ রুহুল আমিন , সরোয়ার কামাল চৌধুরী, শাহীন আল করিম , মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সোহেল মাহমুদ ইকবাল, ব্যারিস্টার নাসিরুল্লাহ , মোবারক হোসেন ,বাবুল তালুকদার, জাকির আলম লেনিন , ইয়াসির আরাফাত সবুজ , ফয়জুর রহমান চৌধুরী, তারেক মামুন, নজরুল ইসলাম নাফিস, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম , ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, আসাদুল হক বাবু , ফারুক হোসেন খান, খাদিজা জামান রুপম, মজিবুর রহমান, খাজা দাউদ হোসেন , মোঃ মোস্তাফিজুর রহমান লাবু, শরিফুল শিবলী , ফখরুল মুন্না, হান্নান রানা, আরিফুল ইসলাম , শফিকুল আলম শফিক, মোঃ আলীম , তাফাতুন নাইম নিতু , মোঃ জসিম চৌধুরী, মাসুদ পারভেজ, মোঃ ইলিয়াস , মফিজুল ইসলাম সাগর, মোঃ আলম সহ প্রায় শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।