তীব্র গরমে কদর বেড়েছে হাতপাখার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ এপ্রিল,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৯:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শীতল প্রশান্তির জন্য গ্রামাঞ্চলে রয়েছে হাতপাখার রয়েছে বিশেষ কদর। এই তীব্র গরমে নীলফামারীতে বেড়েছে হাতপাখার চাহিদা। হাট-বাজারে বিক্রি হচ্ছে বাহারি রকমের পাখা। এগুলোর মধ্যে রয়েছে তালের পাখা, সুতায় বুনানো পাখা, বিভিন্ন কাপড়ের তৈরি হাতপাখা। এছাড়া প্লাস্টিকের তৈরি পাখা তো আছেই।
এবার এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা বেড়ে চলেছে। প্রতিদিনই বাড়ছে দিনের তাপমাত্রা। হাঁপিয়ে উঠেছেন শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমে পাখার চাহিদার সঙ্গে দামও বেড়েছে।
প্রতিটি হাতপাখা খুচরা বাজারে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশেষ করে বাসযাত্রী, হাটবাজারের খুচরা ব্যবসায়ী ও দরিদ্র মানুষের কাছে এই পাখার চাহিদা বেশি।
সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের পাঠানপাড়া এলাকার গৃহবধূ সাফিয়া বেগম বলেন, বাড়িতে বসে না থেকে তালপাতার হাতপাখা তৈরি করছি। অন্য বছরের চেয়ে এ বছর দাম বেশি। তার মতো এলাকার অনেকেই এ কাজ করে ভালো টাকা আয় করছেন।
ফুটপাতের ফল ব্যবসায়ী শাহাব উদ্দিন বলেন, তীব্র গরমে জীবন অতিষ্ঠ। তাই একটি হাতপাখা কিনেছি। গরম থেকে কিছুটা স্বস্তি তো পাওয়া যাবে।
হাতপাখা বিক্রেতা আসলাম জানান, প্রতি বছর গরম মৌসুমে বিভিন্ন হাট-বাজারে হাতপাখা বিক্রি করেন তিনি। এ বছর বেশি বিক্রি হচ্ছে। দু’বেলা খেয়ে এবার এনজিও থেকে নেওয়া ঋণও শোধ করতে পারবেন বলে আশা করছেন তিনি।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকতা লোকমান হাকিম জানান, গত কয়েকদিন থেকে এ অঞ্চলে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, এ সময় সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।