avertisements 2
Text

মোঃ শফিকুল আলম

কিডনির ল্যাপারোজকপিক এন্ড রোবোটিক পার্শিয়াল নেফেক্টোমি

প্রকাশ: ০৯:২২ পিএম, ৫ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০২:৫০ এএম, ২৪ এপ্রিল, বুধবার,২০২৪

Text

৩১ আগস্ট সোমবার ২০২০ সিডনির কেন্দ্রস্থল ক্যাম্পারডাউন এর মিসেনডেন রোডে অবস্থিত একটি অত্যাধুনিক বিশেষায়িত প্রাইভেট হাসপাতালে (ক্রীস ও’ব্রায়ান লাইফ হাউজ) আমার বাম কিডনিতে ল্যাপারোজকপিক এন্ড রোবোটিক পার্শিয়াল নেফেক্টোমি অনুষ্ঠিত হয়। সর্বশেষ আহোরিত অভিজ্ঞতা বন্ধুদের জন্য শেয়ার করছি।


২০১৮ তে এ্যাবডোমেন পেইন হওয়ায় জিপি (জেনারেল প্রাকটিশিয়ান বা ফেমিলি ডক্টর) এ্যাবডোমেনের আলট্রাসাউন্ড করালেন। রাইট কিডনিতে কিছু বিনাইন (ক্ষতিকর নয়) সিস্ট পাওয়া গেলো। তারপরও জিপি আমাকে একজন ইউরোলোজিস্ট দেখার জন্য রেফার করলেন। আমি ভাবলাম সিস্ট যদি বিনাইন হয়ে থাকে তবে ৩৫০ ডলার খরচ করে শুধু শুধু বিশেষজ্ঞ দেখে লাভ কি? আমার আর বিশেষজ্ঞ দেখা হয়নি। ২০২০ এ এসে আমার নতুন জিপি ক্যাথেরিনকে বল্লাম আমার এ্যাবডোমেনের আরেকটা আলট্রাসাউন্ড হওয়া প্রয়োজন। কারন, রাইট কিডনির সিস্টগুলোর কোনো পরিবর্তন ঘটেছে কিনা। তাই করা হলো। রাইট কিডনির সিস্টগুলো যেমন ছিলো তেমনই রয়েছে। কিন্তু লেফ্ট কিডনিতে দু’টি সলিড লেসিয়ন (১.৬সেমি) দেখা গেছে। দ্রুত এমআরই করাতে হবে। কিন্তু এমআরই করানোর অর্ডার ইউরোলোজিস্ট দিবেন। জিপির এখতিয়ারে নেই। প্যানডেমিকের মধ্যে একবার বিশেষজ্ঞ দেখবো, তারপর তিনি এমআরই করার অর্ডার দিবেন ইত্যাদি বলাতে জিপি ফোনে ইউরোলোজিস্ট থেকে পারমিশন নিয়ে নিলেন এবং আমার জন্য দ্রুত সময়ে একটা এ্যাপয়েনমেন্ট করে দিলেন।


এমআরই এবং আলট্রাসাউন্ড নিয়ে যথারীতি লিভারপুল হসপিটালের ইউরোলোজি ডিপার্টমেন্টের প্রধান ড: প্যাসকেল মানকুসোকে দেখলাম। বায়োপসির জন্য গত জুলাই ২০২০ লিভারপুল হাসপাতালে পাঠালেন। যেকোনো রিপোর্ট রেফারিং ডক্টরের কাছে চলে যায় এবং রেসপেক্টিভ পেসেন্টকেও বাসায় মেইল করা হয়। রিপোর্ট পেয়ে ডাক্তারের ক্লিনিক থেকে আমাকে ফোন করে এ্যাপয়েনমেন্ট দেয়া হলো। ক্লিয়ারলি ক্যানসার সেল রয়েছে এবং গ্রেড-২ এ রয়েছে। ড: ম্যানকুসো বললেন সার্জারী আবশ্যক। যেহেতু লেসিয়ন আঁকারে ছোটো সেহেতু পার্শিয়াল নেফেক্টোমি করবেন। তিনি একজন অভিজ্ঞ রোবোটিক সার্জন। এযাবৎ পাঁচ শতাধিক ল্যাপারোজকপিক রোবোটিক সার্জারী করেছেন। তবে পাবলিক হাসপাতালে আমার জন্য ৪-৫ মাসের ওয়েটিং টাইম থাকবে। কারন আমার থেকে আরও ওয়ার্স পেসেন্ট সার্জারীর অপেক্ষায় রয়েছে। অপেক্ষমান তালিকার বাইরে গিয়ে এখানে আগপাছ করার কোনো সুযোগ নেই। সে মন্ত্রী হোন অথবা আমার মতো সাধারন নাগরিক হোন।


ক্যানসার কথাটি শোনার পর আমি অপেক্ষা করতে চাইনি। আবার প্রাইভেট ইনসিউরেন্স নেই। প্রাইভেট সার্জারী অত্যন্ত ব্যয়বহুল। তারপরও ডাক্তারকে স্ট্রেইটওয়ে সার্জারী করার জন্য অনুরোধ করলাম। সবচেয়ে কম সময়ের মধ্যে ক্রীস ও’ব্রায়েন লাইফ হাউজে বুকিং পাওয়া গেলো ২৯ আগস্ট শনিবার ২০২০। আমি সম্মতি প্রকাশ করলাম।


যেহেতু সার্জারী হবে সেহেতু একজন পেশেন্টকে সংশ্লিষ্ট সার্জনের আইনি দায়িত্ব হচ্ছে কিভাবে পুরো প্রসিজার তিনি করবেন তার সামগ্রিক ধারনা দেয়া। সেক্ষেত্রে তিনি পেশেন্টকে মুখে এক্সপ্লেইন করবেন, চিত্র এঁকে দেখাবেন, ভিডিও প্রদর্শন করবেন। তবে সব ক্ষেত্রেই পেশেন্টের অনুমতি লাগবে।


প্রথমে ডাক্তার আমাকে টোটাল প্রসিজারে কতো ব্যয় হবে তার একটি বিস্তারিত ব্রেকআপ দেখালেন। তারপর তাঁর সহযোগী ডাক্তার জর্জ সম্পর্কে বর্ননা দিলেন, নার্সদের সম্পর্কে বললেন। এ্যানেসথেটিস্ট ড: ল্যাম সম্পর্কে বললেন। হাসপাতালটি সম্পর্কে বললেন। ক্রীস ও’ব্রায়ান লাইফ হাউজ একটি নট ফর প্রোফিট অর্গানাইজেশন। এটি একটি কম্প্রেহেনসিভ ক্যানসার হসপিটাল। এখানে যেমন ক্যানসার প্রিভেনশন করার জন্য স্ক্রীনিং করা হয়; তেমন ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করে মানুষের ওয়েলবিইং সংহত করা হয়। ক্যানসার গবেষনায়ও প্রতিষ্ঠানটি অগ্রনি ভূমিকা পালন করছে। প্রায় সব ধরনের জটিল ক্যানসার যেমন- বাওয়েল, কোলোরেকটাল, ব্রেস্ট, গ্যাস্ট্রোয়েনটেরোলোজিকাল, লিউকেমিয়া, লাং, মিজোথেলিউমা, লিম্ফোমা, মেলানোমা, স্কীন, মাইলোমা, নিউরোলোজিকাল, প্যানক্রিয়েটিক, ইউরোলোজিকাল, ব্লাডার, প্রোস্টেড, টেস্টিকুলার ইত্যাদির চিকিৎসা দেয়া হয়।


এবারে আমি ডাক্তারকে তাঁর ল্যাপারোজকোপিক এন্ড রোবোটিক পার্শিয়াল নেফেক্টোমির বিস্তারিত বলার পূর্বে আমার কিডনিতে ক্যানসার গ্রো করার বিষয়ে কেনো কোনো সিম্পটম আগে জানা গেলোনা সে সম্পর্কে জানতে চাইলাম। ৯৯% ক্ষেত্রে কোনো সিম্পটমের ভিত্তিতে পরীক্ষা নীরিক্ষা করে কিডনি ক্যানসার ডায়াগনসিস হয়না। নিয়মিত ব্লাড পরীক্ষায়ও আবিষ্কৃত না-ও হতে পারে। বিগত ৩/৪ মাস আমার লোয়ার ব্যাকপেইন ছিলো। এটি একটি সিম্পটম। কিন্তু যেহেতু অধিকাংশ সময়ে অন্য কারনেই লোয়ার ব্যাকপেইন হয়ে থাকে সেহেতু জিপিরা এটাকে চট করে কিডনি ক্যানসারের সিম্পটম মনে করে পরীক্ষা করতে পাঠাননা। সুতরাং অন্য একটির পরীক্ষা করতে গিয়ে অপ্রত্যাশিতভাবেই এই ধরনের একটি ক্যানসার আবিষ্কৃত হয়ে থাকে। আমার সকল ব্লাড টেস্টের রেজাল্ট বলেছে কিডনিস ফাংশনিং ফ্যানটাস্টিকাললি ওয়েল।


এবারে ডাক্তার তাঁর ল্যাপারোজকপিক এন্ড রোবোটিক পার্শিয়াল নেফেক্টোমি সম্পর্কে বর্ননা করলেন। For patients diagnosed with a small (i.e., < 4 cm and mine were 1.6 cm) kidney tumor, laparoscopic and robotic partial nephrectomy provides patients with a safe and minimally invasive technique for removal of the tumor, while preserving the remainder of the healthy kidney. অর্থাৎ, পুরো কিডনিকে অক্ষত রেখে শুধুমাত্র লেসিয়ন দু’টোকে তুলে আনা হবে। এতে করে ভবিষ্যতে আমার সংশ্লিষ্ট কিডনি ফেইলিউরের কোনো রকম সম্ভাবনা থাকবেনা বা মিনিমাম রিস্ক থাকলেও থাকতে পারে। এটি মিনিমাললি ইনভেসিভ এ্যাপ্রোচ। সার্জিকাল ছিদ্রগুলো দ্রুত শরীরে মিলিয়ে যায়, প্রায় নো ব্লাড লস (সর্বোচ্চ ১০০ সিসি), ২/৩ দিনের বেশী হাসপাতালে থাকতে হয়না।


এবারে ডাক্তার ঠিক যেভাবে সার্জারী করবেন তার সচিত্র বর্ননা দিলেন। আমাকে জেনারেল এ্যানেস্থিয়া দেয়া হবে। অপারেশনে ৩-৪ বা ৪-৫ ঘন্টা লাগতে পারে। আমার পেটে ৩-৫ টি ছিদ্র করা হতে পারে (৫ টি করেছিলো)। এই ছিদ্র দিয়ে সার্জন টেলিসকোপ (called laparoscope) এবং সার্জিকাল ইনস্ট্রুমেন্ট প্রবেশ করাবেন পোর্টালের মধ্য দিয়ে যাকে ট্রকারস বলা হয়। ল্যাপারোজকোপ সার্জনকে অপারেটিভ ফিল্ডের ১০X ম্যাগনিফিকেশনে ইমপ্রুভড ভিউ পেতে সহায়তা করে এবং সার্জনকে এ্যাবডোমেন ক্যাভিটিতে হাত দিয়ে স্পর্শ করতে হয়না। এ্যবডোমেনকে কার্বনডাই অক্সাইড গ্যাস প্রবেশ করিয়ে লার্জার ওয়ার্কিং স্পেস তৈরী করা হয়। অপারেশন শেষে পায়ুপথ দিয়ে গ্যাস বের করে দেয়া হয়।
The robot assembles to the operating trocars
With the operating surgeon seated a few feet away at the surgeon operating console, the robotic instrumentation is controlled by the surgeon in real time with highly precise motion scaling.
The surgeon controls 2-3 multi-jointed robotic instruments to accomplish the tasks of dissection, cauterization, cutting and suturing 
মাল্টিজয়েন্টেড রোবোটিক ইনস্ট্রুমেন্টস সার্জনকে বডির ভেতরে ঠিক মানুষের ক্ষুদ্র হাত সন্চালনের ন্যায় অপারেশন করতে সহায়তা করে। সার্জন একটি 3D স্টেরিয়োস্কোপ নিয়ন্ত্রন করে কিডনির ভেতরের হাই ডেফিনিশন ইমেইজ দেখতে পারেন এবং লেসিয়নের বর্ডার চিত্রন করতে পারেন এবং প্রেসাইসলি শুধু tumour তুলে নিতে পারেন। কিডনিতে সাময়িকভাবে রক্ত সন্চালন বন্ধ রাখা হয় রোবোটিক ক্লাম্প দিয়ে। সেজন্য ব্লাড লস মিনিমাম। রোগীকে ব্লাড দিতে হয়না। tumour রিমুভ করে সার্জিকাল গ্লু দিয়ে ক্ষতস্থান সীল করা হয় এবং দ্রুত কিডনিতে ব্লাড রিস্টোর করা হয়।


সবকিছুই বুঝলাম। কিন্তু ২৮ আগস্ট ড: মানকুসো ফোন করে বললেন ২৯ আগস্ট অপারেশনটা হচ্ছেনা। এ্যানেসথেটিস্ট ড: ল্যাম বাঁধ সেধেছেন। আমি ডায়াবেটিসের জন্য জারডিয়ান্স এবং হার্টের জন্য এ্যাপিরিন গ্রহন করে থাকি যা’ অপারেশনের অন্তত তিন দিন আগে থেকে গ্রহন বন্ধ করতে হবে। অন্যথায় এ্যানেস্থেসিয়ায় ঝুঁকি রয়েছে। অবশেষে ৩১ আগস্ট সোমবার ২০২০ সফলভাবে অপারেশন শেষ হলো। ডাক্তার যেমনটা বলেছিলেন আমি পরের দিন হাটতে পারবো এবং পরের দিন দ্রুত হাটতে পারবো তার কোনো ব্যত্যয় ঘটেনি। ৩ সেপ্টেম্বর বাসায় ফিরলাম। ৪ সেপ্টেম্বর স্বাভাবিকভাবে জামায়াতে জুম্মার নামাজ আদায় করলাম। সংগত কারনে আরও কিছুদিন রেস্ট নিতে হবে। আমার সকল শুভানুধায়ীগনকে শ্রদ্ধার সাথে স্মরণে রাখবো। আপনারা অনেকেই আমার জন্য প্রান খুলে দোয়া করেছেন। আমার অপারেশনের ফিরিস্তি দেয়ার জন্য আজকের লেখা নয়। ইনফরমেশন আমার বন্ধুদের জন্য প্রয়োজনীয় হতে পারে সেই ভাবনা থেকেই লিখলাম।

বিষয়:
avertisements 2
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয়
প্রতারণার  ফাঁদ হোয়াটসঅ্যাপে, এড়াবেন যেভাবে
প্রতারণার ফাঁদ হোয়াটসঅ্যাপে, এড়াবেন যেভাবে
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু
চাঁদ দেখা গেছে, মঙ্গলবার রোজা শুরু
মাদরাসায় ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
মাদরাসায় ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
অবশেষে সাংবাদিক বৃষ্টির লাশ বুঝে পেল পরিবার
অবশেষে সাংবাদিক বৃষ্টির লাশ বুঝে পেল পরিবার
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ ৪ দেশে রমজানের তারিখ ঘোষণা
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ ৪ দেশে রমজানের তারিখ ঘোষণা
বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ৫
বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ৫
পরিত্যক্ত যাত্রী ছাউনিকে পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করলেন ব্যারিস্টার
পরিত্যক্ত যাত্রী ছাউনিকে পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করলেন ব্যারিস্টার
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন ডা. তাহসিন বাহার সূচনা
কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন ডা. তাহসিন বাহার সূচনা
নারীদের অর্থনৈতিক সক্ষমতা দিলে সব পারবে: প্রধানমন্ত্রী
নারীদের অর্থনৈতিক সক্ষমতা দিলে সব পারবে: প্রধানমন্ত্রী
ব্রিটিশ ভারতের ‘অবরোধ-বাসিনি’রাঃ এখন  কোথায় ও কেন ?
ব্রিটিশ ভারতের ‘অবরোধ-বাসিনি’রাঃ এখন কোথায় ও কেন ?
ড. ইউনূসকে ১১৯ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ
ড. ইউনূসকে ১১৯ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ
টিসিবি  চিনির দাম এক লাফে ৩০ টাকা বাড়ল
টিসিবি চিনির দাম এক লাফে ৩০ টাকা বাড়ল
সিরাজগঞ্জের সেই শিক্ষকের বাসায় এত অস্ত্র!
সিরাজগঞ্জের সেই শিক্ষকের বাসায় এত অস্ত্র!
অস্তিত্বের ঠিকুজি
অস্তিত্বের ঠিকুজি
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2