অস্ট্রেলিয়াতে এমেরিটাস অধ্যাপকের বিরল সম্মানে ভূষিত হলেন বাংলাদেশী রফিকুল ইসলাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৯:১২ পিএম, ৫ মার্চ,শুক্রবার,২০২১

অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় মধ্যে ম্যাকূয়রী বিশ্ববিদ্যালয় অন্যতম| এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এম রফিকুল ইসলামকে এমেরিটাস প্রফেসর হিসাবে উপাধি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ |রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যাকূয়রী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান, ডিন ও রিসার্চ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি|প্রায় ত্রিশ বছর তিনি এই বিশ্ব-বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ও শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদাও পেয়েছেন একবার |জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির প্রতি রয়েছে তাঁর নিখাদ ভালোবাসা|বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ছিলেন কয়েক দফা |ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা পরিষদে |তাঁর শিক্ষকতার বাঁকে বাঁকে ইন্টারন্যাশনাল আইনে লিখেছেন অনেক বই ও আর্টিকেল |তাঁর গবেষণালব্ধ গ্রন্থ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশকে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ট্রায়ালকে গতিশীল করতে গাইড লাইন হিসাবে বিবেচিত হবে তাঁর সাম্প্রতিক লেখা " National Trials of International Crimes in Bangladesh” বইটি"| ম্যাকূয়রী বিশ্ববিদ্যালয়ের ৪৯৮ কাউন্সিল সভায় প্রফেসর ইসলামকে এমেরিটাস প্রফেসর হিসাবে গ্রহন করে |তাঁর শিক্ষকতা, রিসার্চ, অ্যাডমিন , বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য তাঁকে এই উপাধি পেতে সাহায্য করেছে |অস্ট্রেলিয়া প্রবাসী একাডেমিকদের মধ্যে তিনিই প্রথম ব্যাক্তি যিনি এই বিরল সম্মানে ভূষিত হলেন | বিজয়ের মাসে এই অর্জন প্রবাসী বাঙালিদের উৎসাহ ও উদ্দীপনা দেবে জোরালো ভাবে বিশেষ করে মানুষ গড়ার কারিগরদের |
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সিডনির বারডিয়াতে ‘বাঙ্গালী কমিউনিটি ইনক্’ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কচুয়ায় ফাতেমাতুজ জোহরা জামে মসজিদ পুনঃনির্মাণের উদ্বোধন করলেন ফয়সাল আজাদ

মালিটিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনে'র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সিডনির গ্লেনফিল্ডে স্ট্রিট লাইব্রেরী স্হাপন
