গ্রীন রোডে আড়াই কোটির ফ্ল্যাট,গোপালগঞ্জে শত বিঘা জমি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সুমন আহমেদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ আগস্ট,শনিবার,২০২৪ | আপডেট: ০২:৩০ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সখিপুর শাখার ম্যানেজার সুমন আহমেদের বিরুদ্ধে সম্প্রতি কয়েক কোটি টাকা দূর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ব্যাংকের অভ্যন্তরীণ বিভিন্ন লেনদেনের সুযোগ কাজে লাগিয়ে সুমন আহমেদ তার দায়িত্বের অপব্যবহার করে এই বিশাল অর্থ হাতিয়ে নিয়েছেন।
ঢাকায় ফ্ল্যাট ক্রয়:
অভিযোগ সূত্রে জানা গেছে, সুমন আহমেদ তার দূর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ঢাকার গ্রীন রোড এলাকায় সম্প্রতি আড়াই কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ফ্ল্যাটটি ক্রয়ের সময় তার ব্যাংকিং পেশার আয়ের সাথে এই সম্পত্তির মূল্যের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।
গোপালগঞ্জে জমি ক্রয়:
এছাড়াও জানা গেছে, সুমন আহমেদ তার নিজ জেলা গোপালগঞ্জে কয়েক শত বিঘা জমি ক্রয় করেছেন, যা তার নামে এবং বেনামে ক্রয় করা হয়েছে। এই জমি ক্রয়ের ক্ষেত্রেও ব্যাংকের কোনো বৈধ উৎসের সাথে এই সম্পদের মিল পাওয়া যাচ্ছে না, যা দূর্নীতির অভিযোগকে আরো প্রবল করেছে।
এমন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে সুমন আহমেদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর বিচার দাবি করা হচ্ছে। সাধারণ জনগণ এবং ব্যাংকের গ্রাহকরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাদের দাবি, সুমন আহমেদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সুমন আহমেদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং এটি ব্যাংকিং খাতে দূর্নীতির একটি উদাহরণ হিসেবে গণ্য করা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হোক এবং যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সুমন আহমেদকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।