avertisements 2

রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজার গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ আগস্ট,সোমবার,২০২৪ | আপডেট: ০৯:০৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

রাস্তায় পড়ে ছিল ল্যান্ড ক্রুজার গাড়িটি। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজার গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। গাড়িটি উদ্ধার করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল রোববার থেকেই ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় পড়েছিল টয়োটা কোম্পানির ওই গাড়ি। আজ সোমবার ভোরে একটি র‍্যাকারের সাহয্যে এটি সরিয়ে নেওয়া হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী, আনুমানিক দুই কোটি টাকা মূল্যের গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ঘ-২১-৮৪৫৬। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে নিবন্ধিত এই গাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল থেকে ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬ গাড়িটি রাস্তায় পড়ে ছিল। অবশেষে দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র‍্যাকারে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। শুরুতে গাড়িটির মালিকের নাম জানা না গেলেও পরে সেটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বলে জানা যায়। মূলত গাড়িটি কার এমন প্রশ্ন তুলে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বাইতুল আমান মসজিদ এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, সকাল থেকে গাড়িটি পড়ে ছিল। সারাদিন একইস্থানে গাড়িটি দেখে অনেকের সন্দেহ হয়। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন কেউ নেই গাড়ির ভেতরে। জানাজানি হলেও গাড়ির মালিকের পরিচয় জানাতে পারেনি কেউই। অবশেষে কিছু তথ্য ও ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2