সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে, নিহত ১০
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুন,শনিবার,২০২৪ | আপডেট: ০৫:৫৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সেতু ভেঙে খালে পড়ে গেছে মাইক্রোবাস। ছবি : সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ৩/৪ জন।
শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযোগ সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আমতলী থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন, হলদিয়া এলাকায় একটি ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
তিনি বলেন, এখনো নিখোঁজ আছেন ৩/৪ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (মিন্টু মল্লিক) বলেন, গাড়িটি ঝুঁকিপূর্ণ সেতুটি পার হতে দিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। ১০ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে দুইজন নারী।
তিনি বলেন, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এখন পর্যন্ত নারী-শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।