avertisements 2

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির ভিডিও ভাইরাল, অব্যাহতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ সেপ্টেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:১৪ এএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী: ছবি সঙগৃহীত 

ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

রবিবার রাতের বিজ্ঞপ্তিতে বলা হয়,‘সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন আরিফ বাপ্পীকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ‘জেলা ছাত্রলীগ সভাপতি বাপ্পীর আপত্তিকর ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হয় বেশ কয়েকটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর একদিনের মধ্যেই বাপ্পীকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
 
উল্লেখ্য, গত শুক্রবার মোশারফ হোসেন আরিফ বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত ওই তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2