avertisements 2

ওসির পর এবার নৌকায় ভোট চাইলেন ডিসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৯:০৩ এএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদ। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে আগামীতে মন্ত্রী হিসেবে দেখার আশাও প্রকাশ করেন। ডিসি ইমরান আহমেদের ৩ মিনিট ৩৮ সেকেন্ডের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা আজম। সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিসি বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আমাদের মনে রাখাতে হবে, অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল আমাদের যোগাযোগ ও উন্নয়ন। এই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

তিনি বলেন, বলেন, আমি আশা করি, সামনের নির্বাচনের পর আমাদের সম্মানিত প্রধান অতিথি (মির্জা আজম) অবশ্যই একজন মন্ত্রী হিসেবে এই জেলায় আরও ব্যাপক উন্নয়ন করবেন। এটা আমি আশা করি এবং বিশ্বাস করি। এটা হবে ইনশাআল্লাহ।

মো. ইমরান আহমেদ গত ২৩ জুলাই জামালপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এপিএস, পাট মন্ত্রণালয়ের উপসচিব ও সচিবের পিএসের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করেছেন। ইমরান আহমেদের বাড়ি খুলনার দাকোপ উপজেলায়।

এর আগে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে ‘নিজের দল’ উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতাতে কাজ করতে বলেছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2