‘ভুল চিকিৎসায়’ কিশোরের মৃত্যু, তিন লাখ টাকায় সমঝোতা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:২৩ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী ন্যাশনাল হাসপাতালে গত রবিবার ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলার ঘটনায় সাতকানিয়া উপজেলা খাগরিয়া ইউনিয়নে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এমদাদুল ইসলাম মিজবাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সোমবার (১১ সেপ্টেম্বর) মিজবাহর আত্মীয়-স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকের মাধ্যমে কোনো মামলা না করার শর্তে তিন লাখ টাকার বিনিময়ে আপস-মিমাংসা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলার ২নং খাগরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম উল্লাহ। তিনি কালের কণ্ঠকে জানান, মামলা করে কি লাভ হবে? যেহেতু ভিকটিমের পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল তাই তারা মামলায় জড়াতে অপারগ।
উল্লেখ্য, গত শনিবার খাগরিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে এমদাদুল ইসলাম মিজবাহ (১৫) জ্বরে আক্রান্ত হওয়ায় দোহাজারী ন্যাশনাল হাসপাতালে ভর্তি করান তার পরিববার। জ্বরের তীব্রতা দেখে হাসপাতলে কর্মরত নার্স তাকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে ডাক্তার অক্সিজেন দিয়েও শ্বাসকষ্ট কমাতে পারেননি।
পরের দিন সোমবার সকাল ১০টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মিজবাহর আত্মীয়-স্বজন হাসপাতালে গিয়ে চেঁচামেচি শুরু করলে দায়িত্বরত কর্মচারীরা তাদের শান্তনা দেন।
গতকাল সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের আত্মীয়-স্বজনের মধ্যে ৩ লাখ টাকা লেনদেনের মাধ্যমে সমঝোতা হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা হচ্ছে।