avertisements 2

মাগুরায় আগ্নেয়াস্ত্র হাতে সেই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ সেপ্টেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:২৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

আগ্নেয়াস্ত্র হাতে ছাত্রলীগের সাবেক কর্মী শাহিনকে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শাহিনের পরিচয়- মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে এবং মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মাগুরা সদরের আলোদিয়া নবগঙ্গা সেতু থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে আভিযান চালিয়ে সদর উপজেলার নবগঙ্গা নদীর আলোকদিয়া সেতুর ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এখন শাহিনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার ব্যবহৃত আগ্নেযাস্ত্রটি উদ্ধার করা যায়নি (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। তাকে নিয়ে এ জন্য অভিযান পরিচালিত হবে।

বুধবার দুপুরে শহরের ইসলামপুর পাড়ার দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা হয়। এসময় জেলা জজ আদালতের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ের দিয়ে যাচ্ছিল। পথে শহরের চৌরঙ্গী মোড়ে মিছিলটি ছাত্রলীগের হামলার শিকার হয়। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় শাহিন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2