avertisements 2

যেভাবে উদ্ধার হলো অপহরণের শিকার সেই ঢাবি শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:৫৩ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

দিপীকা চাকমা, ফাইল ছবি

রাঙামাটির সাজেকে ভ্রমণে যাওয়ার পথে অপহৃত ঢাবি শিক্ষার্থীকে ছয় ঘণ্টা পর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বনোআদম নামক স্থান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র থেকে আরও জানা যায়, রাঙামাটি জেলাধীন সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমী এর নেতৃত্বে মিজান ট্রাভেলস্ এন্ড ট্যুর প্রতিষ্ঠানের গাইড মো. মিজানুর রহমান এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ১৫ জন ছাত্র ও ১৯ জন ছাত্রীসহ সর্বমোট ৩৪ জন শিক্ষার্থী সাজেকের দিকে রওনা করেন।

সাজেক যাওয়ার পথে দুপুরে সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়ি (চাঁদের গাড়ি) যান্ত্রিক ত্রুটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০/১২ জন অজ্ঞাতনামা পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসী উপস্থিত হয়ে গাড়িতে কোন পাহাড়ী শিক্ষার্থী আছে কি না জিজ্ঞেস করে ও নিরীক্ষণ করে। পরে গাড়িতে থাকা শিক্ষার্থী দিপীকা চাকমাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঘটানার সঙ্গে সঙ্গে পুলিশ, সেনাবাহিনী ঢাবি শিক্ষার্থী উদ্ধারের মাঠে নামে। ছয় ঘণ্টার চেষ্টায় শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে শিক্ষার্থী সাজেক থানায় অবস্থান করছে। 

তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের আটকে কাজ শুরু হয়েছে।

তবে স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাঙালি শিক্ষার্থীর সঙ্গে ভ্রমণে যাওয়া কারণে এই ঘটনা ঘটতে পারে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2