avertisements 2

‘ইলিশ এখন শুধু বড়লোকের মাছ’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ সেপ্টেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৪৯ এএম, ৯ মে,বৃহস্পতিবার,২০২৪

Text

চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় জেলেদের জালে খুব বেশি ধরা না পড়লেও দেশের বিভিন্ন স্থান থেকে এখানকার বাজারে আসছে প্রচুর ইলিশ। তবে দাম চড়া। এজন্য সাধ থাকলেও ইলিশের স্বাদ নিতে পারছেন না নিম্নসহ মধ্যআয়ের মানুষ।

সরেজমিনে উপজেলার বড় বাজার বারইয়ারহাট, মিঠাছড়া, বড়দারোগাহাট ও বড়তাকিয়া বাজারে দেখা গেছে, এককেজি বা তার চেয়ে একটু বেশি ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকা। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৮০০ থেকে ১০০০ টাকা। ছোট ইলিশ (জাটকার চেয়ে সামান্য বড়) ৬০০ থেকে ৭০০ টাকা।

jবারইয়ারহাট বাজারে মাছ কিনতে এসেছেন দিদারুল আলম। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দিদারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বাজারে প্রচুর ইলিশ দেখছি। তবে দাম অনেক বেশি। ভরা মৌসুমেও যদি এতো বেশি দাম হয়, তাহলে বেশিরভাগ মানুষের পক্ষে ইলিশ কেনা সম্ভব হবে না।’

ব্যাংক কর্মকর্তা জিয়াউল জিল্লু বলেন, ‘বাসায় কিছু আত্মীয় বেড়াতে এসেছিল। মাছের মধ্যে ইলিশ তাদের বেশি পছন্দ। তাই বাজার থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের দুটি ইলিশ কিনেছি। দাম হয়েছে ৪৪০০ টাকা।’

বড়তাকিয়া বাজারে মাছ বিক্রেতা অজয় জলদাশ বলেন, মিরসরাইয়ের উপকূলীয় জেলেরা সাগরে গিয়ে আগের মতো ইলিশ পাচ্ছেন না। আমরা চট্টগ্রাম ফিশারিঘাট, সীতাকুণ্ড, কুমিরাসহ বিভিন্ন জায়গা থেকে ইলিশ কিনে আনি। আমাদেরও বেশি দামে পাইকারিভাবে কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছি।

মিঠাছরা বাজারে মাছ কাটায় ব্যস্ত অজিত চন্দ্র নাথ। তিনি বলেন, ‘বাজারে ইলিশ থাকলেও সবাই কিনতে পারছে না। বড় লোকেরা কিনলেও মধ্যবিত্তদের কিনতে দেখা যাচ্ছে না। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এখনো ইলিশ কাটিনি।’

মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল হাসান বলেন, ‘ইলিশ এখন বড়লোকের মাছ। মধ্যবিত্ত, নিম্নবিত্তের মানুষের নাগালের বাইরে। একেতো নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম বাড়তি। আয়ের সঙ্গে ব্যয়ে মিলছে না। পরিবার নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে।’ দক্ষিণ মঘাদিয়ার বাসিন্দা আবু ছালেক বলেন, জেলেরা তেমন মাছ পাচ্ছেন না। অনেক বোট খালি এসেছে। ঘাটে মাছের তুলনায় ক্রেতা বেশি।

ইলিশের দাম বেশি হওয়া প্রসঙ্গে মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ইলিশের চাহিদা অন্য মাছের তুলনায় অনেক বেশি থাকে। তাছাড়া নদীতে ও সাগরে মাছ ধরার খরচ অন্য বছরের তুলনায় বেড়ে গেছে। জেলেদের নিত্যপণ্য, বোট, জালানিসহ সবকিছুর দাম বাড়তি। তাই পুষিয়ে নিতে হয়তো বেশি দামে বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘মৌসুম হলেও সবসময় ইলিশ পর্যাপ্ত ধরা পড়ে না। বেশি বৃষ্টি ও জো (উপযুক্ত সময়) হলে বেশি ধরা পড়ে। তখন দাম কিছুটা স্বাভাবিক থাকে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2