avertisements 2

নদীতে পড়ে নিখোঁজ আইডিয়াল স্কুলের ছাত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ আগস্ট, বুধবার,২০২৩ | আপডেট: ০১:১১ পিএম, ১১ মে,শনিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরের কচা নদীতে গোসলে নেমে নিখোঁজ ছাত্রী নিশাত তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

বুধবার (৩০ আগস্ট) সকালে নিখোঁজের ২০ ঘণ্টা পর বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিশাত তাসনিম ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এ বছর জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাস করেন। ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্লাহ জানান, বুধবার সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার কালির বাজার এলাকার সন্ধ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন স্থানীয়রা। সেই খবর পৌঁছে যায় উজিরপুর মডেল থানায়। সেখান থেকে তানহার পরিবারকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে তানহা তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি সংলগ্ন কচা নদীর ঘাটে গোসল করতে যান। গোসলে নামার আগে পা পিছলে পড়ে গিয়ে স্রোতের টানে ভেসে যান। এ সময় ছোট ভাই চিৎকার দিলে তাদের মা এসে বাঁচানোর চেষ্টা চালান। কিন্ত এর আগেই নিখোঁজ হন।

পরে পরিবারের সদস্য এবং এলাকাবাসী সন্ধান চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরি তাকে উদ্ধারে সন্ধান চালান। অন্ধকার হয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত সন্ধান চালানো হলেও পাওয়া যায়নি। আজ মরদেহ বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভেসে ওঠে। তানহা তার বাবা-মায়ের সঙ্গে দাদাবাড়িতে বেড়াতে এসেছিল।

উজিরপুর মডেল থানার কামরুল হাসান জানান, কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2