avertisements 2

‘বাবা-মা তোমাদের সম্মান রাখতে পারিনি, ক্ষমা করে দিও’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ আগস্ট,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:০১ পিএম, ১০ মে,শুক্রবার,২০২৪

Text

এইচএসসি পরীক্ষার্থী রিমঝিম দাশগুপ্ত। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে প্রবেশপত্র হারিয়ে ফেলায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে নগরীর সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় ওই ঘটনা ঘটে। কলেজছাত্রীর নাম রিমঝিম দাশগুপ্ত (২০)। সে ওই এলাকার ব্যবসায়ী রাজীব দাশগুপ্তের মেয়ে। নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষার্থী ছিল রিমঝিম। মা, বাবা, ভাই ও দাদির সঙ্গে সদরঘাট এলাকায় থাকত সে।

জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল রিমঝিমের, কিন্তু দুই দিন আগে কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে ফেরার পথে রিকশা থেকে পড়ে যান তিনি। সে সময় অসাবধানতাবশত হারিয়ে যায় প্রবেশপত্র। মা-বাবার ভয়ে বিষয়টি শুরুতে গোপন রাখেন রিমঝিম।

এদিকে শনিবার বিকেল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একমাত্র মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী রাজিব দাশগুপ্ত লিখেছেন, ‘শুভ জন্মদিন রিমঝিম। সুন্দর হোক আগামীর পথচলা। আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।’

রিমঝিমের প্রতিবেশীরা জানান, বাসায় দাদির সঙ্গে ঘুমান রিমঝিম। ওই দিন খাওয়া-দাওয়ার পর পরীক্ষার প্রস্তুতি হিসেবে পড়াশোনার কথা জানিয়ে দাদিকে ঘুমিয়ে যেতে বলে সে। রাত ৩টার দিকে ঘুম ভেঙে রিমঝিমকে না পেয়ে তার বাবাকে জানান দাদি। ওই সময় বাসার ডাইনিং রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

ডাইনিং টেবিলে পাওয়া যায় রিমঝিমের হাতে লেখা একটি চিরকুট। এতে রিমঝিম লিখেন, ‘মা ও বাবা, তোমরা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো, কিন্তু আমি তোমাদের সম্মান রাখতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দিও।’ চিরকুটে প্রবেশপত্র হারানোর কারণে যে তার এ সিদ্ধান্ত, তা স্পষ্ট করে লিখেন তিনি।

সদরঘাট থানার ওসি গোলাম রাব্বানি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2