সাবেক এমপি মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ আগস্ট,
বুধবার,২০২৩ | আপডেট: ০৪:১৬ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রবীন নেতা মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে লক্ষীপুর আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি হাঁটা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনায় পতিত হন এবং মাথায় আঘাত প্রাপ্ত হন বলে তাৎক্ষণিক জানা গেছে। উল্লেখ্য, নিহত এমপি মোহাম্মদ উল্লাহ মিয়া দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।