ফরিদপুরের শোবার ঘরে মিললো বিষধর গোখরা সাপের ২২টি বাচ্চা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট,
বুধবার,২০২৩ | আপডেট: ০৮:১৭ পিএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের গাড়াখোলা এলাকার একটি বাড়ি থেকে বিষধর গোখরো সাপের ২২টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মো. হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাপুড়েরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করেন।
হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস বলেন, দুই দিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। একে একে প্রায় ১৫টি গোখরো সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে।
পরে সাপুড়েদের খবর দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরো প্রায় ১০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। তবে বড় সাপটি তারা ধরতে পারেনি। এ ঘটনায় বাড়ির সবাই আতঙ্কিত।
কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাপুড়ে রিয়াজ মিয়া বলেন, একটি গোখরো সাপ ৪২, ৩২ অথবা ২২টি করে ডিম পাড়ে ও বাচ্চা হয়।
খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাতটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন আরো প্রায় ১৫টি সাপের বাচ্চা মেরে ফেলেছে। বড় সাপ দুটি ধরা সম্ভব হয়নি। এ ছাড়া কয়েক দিন ধরে উপজেলার মিটাইন, কামারখালী, বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে মোট ৯৬টি বিষধর গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
এগুলো আমি বাড়িতে রেখে খাবার খাওয়াই। বড় হলে এদের দিয়ে খেলা দেখাই।
মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনিসুর রহমান লিটন বলেন, খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। বাড়ির লোকজন আগে থেকে টের পেয়ে সাপুড়েদের খবর দেয়। তারা এসে বিষধর গোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়।
সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
