avertisements 2

ছয় তলা ছাদ থেকে লাফ দিয়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট, বুধবার,২০২৩ | আপডেট: ১২:০৯ এএম, ১৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২৪

Text

সাভারের আশুলিয়ায় ছয় তলা ছাদ থেকে লাফ দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নওরিন নুসরাত স্নিগ্ধা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাত্র ১৬ দিন আগে ওই শিক্ষার্থীর বিয়ে হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আক্তার।

নিহত নওরিন নুসরাত স্নিগ্ধা (২৬) টাঙ্গাইল জেলার সদর থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের কন্যা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি ছিলেন। আটক স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। সে ভলভো ব্যাটারী কোম্পানির কর্মচারী।

বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, নববধূ স্নিগ্ধার স্বামী আমাদের এই বাড়িতে ৬ মাস যাবৎ ভাড়া আছে। শুনেছি গত ২১ জুলাই তাদের বিয়ে হয়েছে। ১৫ দিন আগে ইব্রাহিম তার নতুন স্ত্রী স্নিগ্ধাকে নিয়ে এখানে আসে। এরপর আজ বিকেলে হঠাৎ বাড়ির ছাঁদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় স্নিগ্ধা। খবর পেয়ে আমি দ্রুত গুরুতর অবস্থায় স্নিগ্ধাকে হাবিব ক্লিনিক নিয়ে যাই। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবার এখনও লিখিত অভিযোগ করে নাই। প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হলেও কিভাবে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছিলেন ওই নারী শিক্ষার্থী। এর আগে বিশ্ববিদ্যালয় বাসে সিনিয়রকে অপমানের অভিযোগ উঠে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চর্চা হতে থাকে। তবে তার আত্মহত্যার বিষয়টি আকস্মিক বলে দাবি করেছেন তার সহপাঠীরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2