পরীক্ষা দিতে বের হয়ে জলাবদ্ধ সড়কে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:১১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
নিহত কলেজছাত্রী নিপা পালিত। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার হতে গিয়ে পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ২১ বছর বয়সী নিপা পালিত হাটহাজারী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সোমবার সকালে হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিপার ফুফাত ভাই জয় ঘোষ বলেন, ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল আমার বোনের। পরীক্ষার কেন্দ্র পড়েছে ফটিকছড়ির নাজিরহাট কলেজে। সকালে পরীক্ষা দিতে বের হওয়ার পর আমরা খবর পেয়ে বাড়ির সামনের সড়কে পানিতে ভাসমান অবস্থায় নিপার মরদেহ দেখতে পাই। সেখানে কোমর সমান পানি ছিল।
তিনি বলেন, নিপার মৃগী রোগ ছিল। ধারণা করা হচ্ছে পানি পার হওয়ার সময় মৃগী রোগের কারণে ডুবে যায়।
খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
থানার পরিদর্শক নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাড়ির সামনের সড়কে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়ায় আমরা মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।