avertisements 2

পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি

শিশুর খাদ্যনালী কেটে বের করা হলো জানালার ছিটকিনি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ আগস্ট,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:৪২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 


দুই বছরের হাবিবকে বিছানায় রেখে মা ঘরের বাইরে যান। এই ফাঁকে জানালা ধরে খেলছিল সে। এরই মাঝে জানালার ছিটকিনি খুলে আসে তার হাতে। তখন হাবিব সেই ছিটকিনি গিলে ফেলে। এরপরই শুরু হয় পেটব্যথা। পরিবার কিছু বুঝে উঠতে পারছিল না। অবশেষে দুদিন অবজারভেশনে রেখে শিশু হাবিবের খাদ্যনালি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় ছিটকিনিটি।


শনিবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাবীবের অস্ত্রোপচার করা চিকিৎসক আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে হাবীব ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।


ভুক্তভোগী শিশু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে হাবিব।

হাবিবের মা পাখি বেগম বলেন, আমার ছেলেটি অনেক চঞ্চল। বুধবার (২ আগস্ট) সকালে তাকে আমি নাশতা করিয়ে বসিয়ে রেখে একটু ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। এই অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাবিবের এক্স-রে করে দেখে গলায় কিছু একটা আছে। পরে সেখান থেকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় এক্স-রে করে চিকিৎসকরা দেখে হাবিবের পেটের ভেতরে একটা ছিটকিনি আছে। পরে চিকিৎসকরা তাকে দুদিন অবজারভেশনে রাখেন। শুক্রবার (৪ আগস্ট) রাতে অপারেশন করে খাদ্যনালি থেকে ছিটকিনিটি বের করা হয়।

ডা. আবু সাঈদ জানান, শিশুটির পেটের খাদ্যনালি থেকে ছিটকিনিটি বের করা হয়েছে। শিশুটিকে আরও দুদিন হাসপাতালে থাকতে হবে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2