৩৪ বছরে এসএসসি পাস করলেন ইউপি সদস্য
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:২০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শামীম আহমেদ ছবি: সংগৃহীত
পরপর দু’বার ইউপি সদস্য পদে নির্বাচন করেন প্রয়াত আবুল হাশেম মৃধা। কিন্তু জয়ী হতে পারেননি। বাবার সে স্বপ্ন পূরণ করতে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ছেলে শামীম আহমেদ মৃধা। তিনি প্রথমবারেই ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু ঘাটতি ছিল এসএসসি পরীক্ষার সনদের। এবার সেটিও পূরণ হয়েছে শামীমের।
শ্রীপুরের মাওনা ইউপির ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য শামীম মৃধা। ৩৫ বছর বয়সী ইউপি সদস্য শ্রীপুরের সিটি ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। গতকাল শুক্রবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
দায়িত্ব পালনের পাশাপাশি এসএসসি পাস করায় শামীমকে অভিনন্দন জানিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। সাঈদ চৌধুরী নামে একজন লিখেছেন, ‘রাজনীতির সঙ্গে নিজেকে তৈরি করার ব্রত শামীম সবার সামনে উন্মোচিত করেছেন যোগ্যতার প্রমাণ দিয়ে। কোরআনের হাফেজ হয়েও চেয়েছেন আধুনিক ও মানসম্মত শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করতে। ইউপি সদস্য হয়ে পুনরায় শুরু করেন বিদ্যা অর্জনের কাজ।’
শামীম মৃধা বলেন, বাবা বেঁচে থাকলে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। তাঁর স্বপ্ন ছিল নির্বাচিত হয়ে মানুষের সেবা করা। বাবা মারা যাওয়ার পর ছোট চার ভাইবোনকে লালন-পালন ও পড়াশোনা করাতে গিয়ে নিজের কথা ভুলে গিয়েছিলেন। ছোট ভাই সুমন মৃধা এমবিবিএস পাস করে ইন্টার্ন করছেন।
শামীম আরও বলেন, গত নির্বাচনের আগে মাঠে প্রচার ছিল ইউপি সদস্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। এ কারণে মূলত পড়াশোনায় ফেরা। এইচএসসি পর্যায়েও পড়াশোনা করবেন বলে জানান তিনি।