avertisements 2

হাওরে ডুবে যাওয়া নৌকার ২ শিশুকে উদ্ধার করে নিজেই তলিয়ে গেলেন সাবিকুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৮:৪৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার করতে গিয়ে পানির স্রোতে নিজেই ভেসে যান সাবিকুল ইসলাম (২৫) নামের এক যুবক। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেন। 

নিহত সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দির গ্রামের আব্দুর রহিমের ছেলে। ভাতশালা এলাকায় দুপুর ১টার দিকে একটি ডিঙি নৌকা স্রোতের কবলে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা অন্য সবাই সাঁতরে পাড়ে উঠে আসলেও দুইজন ডুবে যাচ্ছিল। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অষ্টগ্রামের কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে পাঁচজন নারী-পুরুষ ও দুই শিশু ছোট ডিঙি নৌকায় করে বাজিতপুর উপজেলার হাসানপুর গ্রামে যাচ্ছিলেন। অষ্টগ্রামের কাস্তল ইউনিয়নের ভাতশালা এলাকায় স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছিলেন আবার অনেকেই ছবি তোলায় ব্যস্ত ছিলেন অথচ কেউ উদ্ধার করার কাজে এগিয়ে আসেননি। 

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসে আদমপুরের ৩ জন মোটর সাইকেল আরোহী। তাদের মধ্যে সাবিকুল মোটরবাইক থামিয়ে উদ্ধারের জন্য লাফ দিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করার কাজে এগিয়ে যান। এ সময় তিনি একজন নারী ও শিশুকে উদ্ধার করার পর নিজেই হাওরের পানিতে তলিয়ে যান।

অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক কবির আহম্মেদ ভূঁইয়া বলেন, দুপুরে নৌ- দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ডুবুরিরা আসার পর উদ্ধারকাজ শুরু হয়। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2