avertisements 2

মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩ 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:১০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলামে তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের আরও ২০ জন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-  ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েনে। এতে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। অপরদিকে মালাদার গ্রুপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2