৩৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে ১০০ টাকায় বিক্রি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:৪৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
অভিনব প্রতিবাদ ৩৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে ১০০ টাকায় বিক্রি। - ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন, র ই মানিক (রফিকুল ইসলাম মানিক) তিনি বাজার থেকে ৩৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে তা সাধারণ মানুষের মধ্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
রোববার (৯ জুলাই) সকালে এবং শনিবার বিকেলে উপজেলার নুরানী মোড়ে দু’দিনে ২০০ ক্রেতার কাছে আধা কেজি করে কাঁচা মরিচ বিক্রি করেন তিনি। এ সময় ক্রেতারা সারিবদ্ধভাবে মরিচ কেনেন।
কাঁচা মরিচ কিনতে আসা ইউসুফ আলী জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদ তিনি এর আগে দেখেননি। সাথে নিজের অর্থ দিয়ে সাধারণ মানুষের মধ্যে কম মূল্যে বিক্রির ঘটনাও তার কাছে নতুন।
ক্রেতা মরিয়ম খাতুন ও আনোয়ারা বেগম বললেন, কয়েকদিন ধরে মরিচের অস্বাভাবিক দামের কারণে তাদের পরিবার সমস্যায় পড়েছে। ৫০ টাকায় আধা কেজি মরিচ কিনতে পেরে তারা খুশি। কম মূল্যে মরিচ বিক্রির জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে মানিক জানান, ‘ভারত থেকে কাঁচা মরিচ দেশে আসার পরও ব্যবসায়ী সিন্ডিকেট দাম অস্বাভাবিক রেখেছেন। এটি সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য। এর প্রতিবাদ জানানোর জন্য শনিবার বাজার থেকে ৩৮০ টাকা কেজি দরে ১০০ কেজি কাঁচা মরিচ কিনেছি।’
মানিক আরো বলেন, তিনি আধা কেজির প্যাকেট তৈরি করে ৫০ টাকা দরে এগুলো বিক্রির সিদ্ধান্ত নেন। ক্রেতাদের বাড়ির আঙিনায় মরিচ গাছসহ শাক-সবজি চাষ করার অনুরোধ জানিয়েছেন তিনি।