গাজীপুর সিটি মেয়র জায়েদার বিরুদ্ধে মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুলাই,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:৪০ পিএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

গাজীপুর সিটির নতুন নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেছেন গণফ্রন্ট এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। তিনি সিটি নির্বাচনে গণফ্রন্ট মনোনিত প্রার্থী ছিলেন।
মামলায় নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও গত ২৫ মে অনুষ্ঠিত জায়েদার নির্বাচন বাতিলের আবেদন করা হয়েছে।
মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। ট্রাইব্যুাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান মামলার বাদী আতিকুল ইসলাম।
জায়েদা খাতুনের হলফনামায় নানা অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে মামলার বিবরণে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
