avertisements 2

বন্ধুর বিয়েতে কাঁচা মরিচ উপহার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:৪৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

কাঁচা মরিচের দাম নি‌য়ে ভোক্তা‌দের অসন্তোষ বাজার ও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম পে‌রি‌য়ে এখন বি‌য়ে বা‌ড়িতে পৌঁ‌ছে গে‌ছে। রন্ধনশালার আব‌শ্যিক এই পণ‌্য এখন বি‌য়ের উপহার হি‌সে‌বে দি‌চ্ছেন কেউ কেউ। ত‌বে সেটা প্রয়োজ‌নে নয়, উচ্চমূ‌ল্যের প্রতিবাদ অথবা উপহাস ক‌রে।

এমনটা ঘ‌টে‌ছে কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রের এক বি‌য়েবা‌ড়ি‌তে। বি‌য়ে‌তে উপহার হিসেবে ক‌নে বা‌ড়ি‌তে দুই কে‌জি কাঁচা ম‌রিচ দি‌য়ে‌ছেন ব‌রের পাঁচ বন্ধু। র‌বিবার (২ জুলাই) উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা গ্রামে ক‌নে বা‌ড়ি‌তে এই অ‌ভিনব ঘটনা ঘটে। 

জানা যায়, র‌বিবার বিকালে উলিপুর উপজেলার পাঁচপীর বাজার এলাকার গোড়াই পাঁচপীর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে বায়জিদ বাঁধনের সঙ্গে একই উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা গ্রামের ফেরদৌস আলীর কন্যা ফিমা আক্তারের বিয়ে হয়। ব‌রের পাঁচ বন্ধু বি‌য়ে বা‌ড়ি‌তে শু‌ভেচ্ছা উপহা‌রের সঙ্গে দুই কে‌জি কাঁচা ম‌রিচ উপহার দেন। এ নি‌য়ে বি‌য়ে বা‌ড়ি‌তে হাস‌্যর‌সের সৃ‌ষ্টি হয়।

বি‌য়ের অনুষ্ঠা‌নে ম‌রিচ উপহার দেওয়ার বিষ‌য়ে বরের বন্ধু সবুজ বলেন, ‘কাঁচা মরিচের দাম এখন অনেক বেশি। আমি জন্মের পর ম‌রি‌চের এতটা দাম দেখিনি, কারও কা‌ছে শু‌নিওনি। তাই বন্ধুর বিয়েকে স্মরণীয় করে রাখতে আমাদের এই পরিকল্পনা। ত‌বে এটা শু‌ভেচ্ছো উপহার নয়, ম‌রিচের লাগামহীন দা‌মের প্রতিবাদ। উপহাসও বল‌তে পা‌রেন। মূলত দা‌মের আ‌ধিক্যের প্রতীক হি‌সে‌বে এমনটা করা হ‌য়ে‌ছে।’

এমন অ‌ভিনব উপহার পেয়ে বিস্মিত বর-কনে। বর বায়জিদ বাঁধন বলেন, ‘আমার বন্ধুরা যেমন মিষ্টি, তেমন ঝাল। কাঁচা মরিচের এই দুর্দিনে এমন উপহার পেয়ে আমি সত্যিই অনেক খুশি।’

একই মন্তব‌্য নববধূ ফিমা আক্তা‌রের। তি‌নি ব‌লেন, ‘এর আ‌গে এমন উপহা‌রের কথা কখনও শু‌নি‌নি। বিষয়টা মজার।’

প্রসঙ্গত, উৎপাদন ও সরবরাহ ক‌মের অজুহাত তু‌লে গত ক‌য়েক‌দিন ধ‌রে কাঁচা ম‌রি‌চের দাম ঊর্ধ্বমুখী। কু‌ড়িগ্রা‌মের বাজা‌রে প্রতি কে‌জি ম‌রিচ ৫০০ টাকা থে‌কে ৫২০ টাকা বি‌ক্রি হ‌চ্ছে। ম‌রি‌চের এমন উচ্চ মূ‌ল্যের কার‌ণে বাজার নিয়ন্ত্রণে ম‌রিচ আমদা‌নি শুরু ক‌রে‌ছে সরকার। ই‌তোম‌ধ্যে স্থলবন্দর প‌থে ভারত থে‌কে ম‌রি‌চের চালান বাংলা‌দে‌শে প্রবেশও ক‌রে‌ছে। সং‌শ্লিষ্টরা বল‌ছেন, দুই-এক‌দি‌নের ম‌ধ্যে ম‌রি‌চের দাম সহনীয় পর্যা‌য়ে‌ চলে আস‌বে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2