avertisements 2

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ ১৩ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:৪৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে উত্তরবঙ্গগামী ২২ জেলায় চলাচলের একমাত্র সেতু সড়কে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড পর্যন্ত ঢাকামুখী ২৭ কিলোমিটার গাড়ির সারি রয়েছে।

সোমবার (২৬ জুন) সকালে এ দৃশ্য দেখা যায়। এর আগে রোববার (২৫ জুন) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েকদফা টোল আদায় বন্ধ রাখায় ওই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে সড়কে বেড়েছে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। রাতে এবং সকালে বঙ্গবন্ধু সেতুর ওপর কয়েকটি দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এছাড়া বেশ কয়েকবার সেতুতে টোল আদায় বন্ধ ছিল। তবে সকাল ৮টার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয় বলে দাবি করেন তিনি। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2