avertisements 2

ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় সহকারী শিক্ষক কারাগারে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

ছবি :সংগৃহীত 

চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম ওবাইদুল ইসলাম তুহিন। তিনি চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির এক ছাত্রী একই স্কুলের সহকারী শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের ব্যাচে শহরের কবরী রোডের একটি বাসায় প্রাইভেট পড়তে যায়। সকাল সাড়ে ১০টার দিকে পড়া শেষে অন্য ছাত্র ছাত্রীকে ছুটি দিয়ে শিক্ষক তুহিন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন। এ সময় ছাত্রী দৌড়ে পালিয়ে রাস্তায় চলে এসে নিজেকে রক্ষা করে। পরে বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবা। মামলার পর অভিযান চালিয়ে স্কুলশিক্ষক তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরও জানান, নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2