সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত, আরো বৃষ্টির সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুন,শনিবার,২০২৩ | আপডেট: ০২:০৬ এএম, ২২ অক্টোবর,
বুধবার,২০২৫

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালন ঘটছে বলে দেশের সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। শনিবার আবহাওয়া অধিদফতর এই খবর জানিয়েছে।
ঝড়ো হাওয়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে প্রভাবিত করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এটি শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

স্ত্রীর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া সেই স্বামী গ্রেপ্তার

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস আলম

আবু ত্বহা আদনানের ‘অন্ধকার জীবন’ নিয়ে স্ত্রীর অভিযোগ

অজ্ঞাত স্থান থেকে নিখোঁজ ২ বোনের ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ খবর
