কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,
বুধবার,২০২৩ | আপডেট: ০১:৫৯ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
মুক্তির পর তাকে কারাগারের সামনে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন মীরসরাই উপজেলা ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত। বুধবার (২১ জুন) বিকাল সাড়ে ৩টায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার আদালত থেকে নাদিয়া নুসরাতের জামিন হয়। জামিনের কাগজ কারাগারে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে আজ বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।’
এদিকে, মুক্তির পর তাকে কারাগারের সামনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে, মঙ্গলবার (২০ জুন) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল-২ আদালতের বিচারক জিহান সানজিদার আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৪ জুন নগরীর কাজির দেউড়ি মোড়ে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে যোগদান করেন ছাত্রদল কর্মী নাদিয়া নুসরাত। সেখান থেকে নিজ বাড়ি মীরসরাইয়ে ফেরার পর রাত ৯টার দিকে ইছাখালী শাহাজী বাজার এলাকা থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। প্রায় তিন-চার ঘণ্টা তার ওপর নির্যাতন চালানো হয়। মধ্যরাতে নুসরাতকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে নির্যাতনকারী ছাত্রলীগের লোকজন। পরে পুলিশ নাদিয়া নুসরাতকে গত বছরের একটি গায়েবি মামলায় আসামি করে আদালতে পাঠিয়েছে। অথচ ওই মামলায় তার নাম ছিল না।’