avertisements 2

ওলামা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন, বুধবার,২০২৩ | আপডেট: ১০:৫১ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ওলামা লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল্লামা আমিরুল ইসলাম ওরফে আমিনুল হকের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে দল ও দলের বাইরে চলছে ব্যাপক সমালোচনা। নবনির্বাচিত সাধারণ সম্পাদকের শিক্ষাগত যোগ্যতাসহ নানা বিষয় নিয়ে বিতর্কের মাঝে এই আপত্তিকর ভিডিওটি যোগ করল নতুন মাত্রা।

ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গানের তালে তালে এক তরুণী নৃত্য করছেন। আর সেখানে সোফায় বসে সেই তরুণীর নৃত্য উপভোগ করছেন ওলামা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

এ ব্যাপারে দলটির সাধারণ সম্পাদক আমিনুল হক গণমাধ্যমকে বলেন, আমার পরিবারে অন্তত ২৫ জন আলেম আছেন, দুটি মাদরাসা পরিচালনা করি। আমি চকবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভিডিওটি খেয়াল করে দেখলে বুঝবেন সেখানে একজন বলছে ঠিক আছে, ঠিক আছে। আমাকে ফাঁসানোর জন্য এই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে। আমাকে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

তবে দলটির সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী চ্যানেল 24 অনলাইনকে বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। তার বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ আছে। তার কারণে আমাদের দলের সুনাম ক্ষুন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আমিনুল হক কোন মাদরাসায় পড়াশোনা করেননি। তার মাদরাসায় পড়শোনা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে।  তিনি জেনারেল লাইনেও তেমন শিক্ষা অর্জন করেনি। এমনকি তিনি দলের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তাকে কেউ চিনতো না। শুনেছি তিনি টাকা দিয়ে পদ কিনে নিয়েছেন।

মাসুম বিল্লাহ নাফিয়ী আরও বলেন, বর্তমান কমিটি সম্পূর্ণ বিতর্কিত। এই কমিটি ওলামা লীগের গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। এ কমিটির শীর্ষ পদে যারা রয়েছে তাদের কাছে ওলামা লীগ নিরাপদ নয়। তাই আমরা কোনভাবেই এই কমিটি মেনে নিতে পারছি না।

দলটির এ শীর্ষ নেতা বলেন, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।


এদিকে আমিনুলকে বাদ দেয়াসহ বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে শনিবার মানববন্ধন করেছে সংগঠনটির পদ প্রত্যাখ্যান করা নেতাসহ অনেকে।

জানা গেছে, এই নেতা প্রায়ই ব্যবসার কাজে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। এখন পর্যন্ত প্রায় ২০০ বারের অধিক বিদেশ ভ্রমণ করেছেন।

ওলামা লীগের সিনিয়র নেতা মুফতি মিজানুর রহমান মিজানীর সভাপতিত্বে মানববন্ধনে আসা নেতাদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মাওলানা সোলায়মান কিশোরগঞ্জী, হাফেজ হাওলানা মুফতী মিজানুর রহমান মিজানী, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা ইদ্রিস আলম আল কাদেরী, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মুফতি মাওলানা মো. হাসানুজ্জামান চিশতী, মাওলানা সৈয়দ ইকবাল আহমেদ আজহারী, আব্দুল হালিম খন্দকার, মো.কায়সার-ই-আযম রানু, হাফেজ মাওলানা ইব্রাহিম, মাওলানা শওকত হোসেন সেলিমপুরী, মো. আব্দুস সবুর প্রমুখ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2