avertisements 2

গভীর রাতে পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে অটোরিকশাচালক নিখোঁজ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ১২:২০ এএম, ১৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২৪

Text

 নদীতে নৌ-পুলিশের সহযোগিতায় নিখোঁজ অটোরিকশাচালককে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি : সংগৃহীত 

পদ্মা সেতু থেকে গভীর রাতে অটোরিকশাচালক নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। রোববার (১৮ জুন) রাত ২টা ৪৫ মিনিটের দিকে পদ্মা সেতুর ২১ নম্বর পিলার সংলগ্ন পদ্মা সেতুর উপর থেকে ঝাঁপ দেন অজ্ঞাতনামা অটোরিকশাচালক। এ ঘটনায় সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি।

রোববার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে পদ্মা সেতুর ২১ নম্বর পিলার-সংলগ্ন সেতুর ওপর থেকে ঝাঁপ দেন তিনি।

তার পরিচয় শনাক্ত করা যায়নি। সোমবার সকাল ১০টা থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

জানা যায়, রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মাওয়া টোলপ্লাজা থেকে জাজিরা প্রান্তের দিকে উল্টা (রং) রোড দিয়ে ওই ব্যক্তি অটোরিকশা নিয়ে অবৈধভাবে সেতু পারাপারের জন্য রওনা হন। বিষয়টি সেতুর গার্ডম্যানদের নজরে এলে তারা সেদিকে এগিয়ে যায়। তাদের দেখে ওই ব্যক্তি অটোরিকশাটি দ্রুত চালাতে শুরু করেন। এক পর্যায়ে একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে রিকশা থেকে পড়ে যান চালক। গ্যার্ডম্যানরা কাছাকাছি পৌঁছে গেলে ভয়ে পদ্মা সেতুর ২১ নম্বর পিলার বরাবর পদ্মা নদীতে ঝাঁপ দেন তিনি। এ ঘটনার পর থেকেই অটোচালক নিখোঁজ রয়েছেন। পদ্মা সেতু দক্ষিণ থানা, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সোমবার সকালে ঢাকা থেকে ‍ডুবুরি দল ওই উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।

পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে সেতুর ২১ নম্বর পিলার পর্যন্ত এসেছিল অটোরিকশাটি। ওখান থেকে নদীতে ঝাঁপ দেন রিকশাটির চালক। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

মাওয়া নৌ-পুলিশের ইন্সপেক্টর মাহবুব হোসেন জানান, ‘রাতে সোহেল নামের পদ্মা সেতুর এক গার্ডম্যান আমাদের কল করে এ তথ্য জানান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে যাই। সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখনো নিখোঁজের সম্পর্কে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।’
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2