চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার পথে সদরঘাটে যুবকের বিষপান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ০১:৩৮ এএম, ১১ এপ্রিল,শুক্রবার,২০২৫

ঢাকায় চাকরির ইন্টারভিউ দিয়ে লঞ্চে করে বাড়ি ফেরার পথে রিফাত (২৮) নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ জুন) সদরঘাট লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। রবিবার (১৮ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্বাস আলী।
তিনি বলেন, শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ভোলাগামী একটি লঞ্চের ভেতরেই বিষ পান করেন ওই যুবক। ওই অবস্থায় তাকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের নামিয়েলোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবকের কাছে বিষপানের একটি বোতল পাওয়া গেছে। এ ছাড়া পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, যুবক মৃত্যুর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি অন্যান্য কথার পাশাপাশি লিখেছিলেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
এসআই বলেন, বিভিন্ন সময় চাকরি খোঁজাখুঁজি করতেন যুবক। হয়তো চাকরি না পাওয়ায় হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন বলে পরিবার দাবি করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল কি না, সাংবাদিকরা জানতে চাইলে এসআই বলেন, আমরা এমন কোনও তথ্য পাইনি। নিহত রিফাতের গ্রামের বাড়ি ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়ায়। তার বাবার নাম মো. শামসুদ্দিন।