avertisements 2

মোটরসাইকেল কবর দেওয়ার ঘটনাটি সাজানো নাটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুন,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:০৪ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ছবি : সংগৃহীত

শ্বশুরবাড়ি থেকে ডিসকভার মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু দিয়েছে টিভিএস মেট্রো বাইক। তাই রাগের বসে বাড়ির উঠানেই সেই বাইকের কবর দিয়েছেন যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি আসলে সাজানো নাটক।

মূলত আকিকুল বাশার ও ইলিয়াস আহমেদ নামে দুই যুবক ভাইরাল হওয়ার জন্য এমন ঘটনা ঘটিয়েছেন। তার পেশায় কনটেন্ট ক্রিয়েটর।

দুই দিন আগে ‘মেজো ভাই’ নামে একটি ফেসবুক পেজ থেকে তারা মোটরসাইকেল কবর দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, শ্বশুরবাড়ি থেকে পছন্দের বাইক না দিয়ে যেই বাইকটি দিয়েছে সেটি কবর দিচ্ছেন আকিকুল নামে ওই যুবক। ভিডিওটি প্রকাশ হওয়ার পর দুই দিনে এক কোটি ২০ লাখ মানুষ দেখেছেন। মন্তব্য করেছেন ৫৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। এরপর থেকেই মূলত গুজব ছড়িয়ে পড়ে।

পরে গত শুক্রবার আরও একটি ভিডিও আপলোড করে মূল ঘটনা জানান কনটেন্ট ক্রিয়েটর আকিকুল ও ইলিয়াস।

আকিকুল বাশার বলেন, আমরা বিডি আকিকুল ও মেজো ভাই পেজে নিয়মিত কনটেন্ট আপলোড করি। সেই ধারবাহিকতায় প্রথমে বাইক নিয়ে একটি ভিডিও বানাই। কিন্তু সেটি ভাইরাল হয়নি। পরে পরে যৌতুককে কেন্দ্র করে বাইক কবর দেওয়ার ঘটনা সাজানো হয়। আমি আসলে বিয়েই করিনি।

ইলিয়াস বলেন, মূলত মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। এখন সেটি ভাইরাল হয়ে গেছে।

বিষয়টি সাজানো কনটেন্ট হিসেবে খোলাসা করলেও এমন মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কমেন্টে নেতিবাচক মন্তব্যই করছেন নেটিজেনরা।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2