avertisements 2

বরিশালে মসজিদ থেকে নবজাতক উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুন,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:৪৩ পিএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

নারী পুলিশ সদস্যরা বর্তমানে শিশুটির দেখভাল করছেন। ছবি: সংগৃহীত

 

বরিশাল নগরের একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে আনুমানিক ৬-৭ দিনের এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরিচয়বিহীন ফুটফুটে  ওই শিশুটি বর্তমানে কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরের নবগ্রাম রোড সংলগ্ন বটতলা এলাকার বায়তুল মামুর জামে মসজিদের দ্বিতীয় তলায় শিশুটিকে দেখতে পান খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম।

এরপর তিনি ওই শিশুটির সঙ্গে কোনো স্বজন রয়েছে কি না, বিষয়টি জানার টেষ্টা করেন। কিন্তু তার স্বজনদের কোন খোঁজ পাননি। পরে শিশুটি কান্না শুরু করলে তিনি বাসায় তাকে নিয়ে যান ও স্ত্রীর শরণাপন্ন হন।

বিষয়টি নিশ্চিত করে ওই মসজিদের খতিব ও মুয়াজ্জিন মো. রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটিকে উদ্ধারের পরপরই আমি থানা পুলিশকে বিষয়টি অবগত করি। তাদের পরামর্শেই বুধবার দুপুরে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করেছি।

‘তবে শিশুটির যেহেতু কোনো স্বজন নেই, তাই আমি ও আমার পরিবার তাকে দত্তক নিতে চাই।’

তিনি বলেন, ‘শিশুটিকে উদ্ধারের পর থেকে গত দুদিন ধরে আমার স্ত্রী যেমন তার দেখভাল করছে, তেমনি আমার দুই কন্যাও তাকে নিয়ে ছিল সারাক্ষণ। তারা কোনোভাবেই শিশুটিকে দিতে চায়নি।’

স্ত্রী-সন্তানদের আগ্রহেই শিশুটিকে আইন মেনে দত্তক নিতে চান তিনি। বিষয়টি থানা পুলিশকেও অবগত করেছেন বলে জানান খতিব।

তবে শিশুটিকে আগৈলঝাড়ার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোতায়ালি মডেল থানার এসআই নিশাত। তিনি বলেন, ‘বর্তমানে থানার নারী পুলিশ সদস্যরা শিশুটির দেখভাল করছেন।’

দত্তক নেয়ার বিষয়ে ওসি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ইচ্ছে করলেই তো বাচ্চাটি কাউকে দিতে পারিনা। যিনি শিশুটিকে পেয়েছেন, তিনিও যদি তাকে লালনপালনের জন্য নিতে চান, সেজন্য তাকে নিয়মানুযায়ী সমাজসেবা অধিদপ্তর ও আদালতের মাধ্যমে নিতে হবে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2