avertisements 2

 অস্ত্রের মহড়ায় কাউন্সিলর পদে প্রার্থিতা হারালেন আফতাব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুন, বুধবার,২০২৩ | আপডেট: ০৯:৪৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

কাউন্সিলর পদে প্রার্থিতা হারিয়েছেন আফতাব হোসেন খান

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর বাসার সামনে বন্দুক নিয়ে মহড়া দেওয়ার অপরাধে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জুন) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। আফতাব সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সচিব মো. জাহাংগীর আলম বলেন, সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে তার সমর্থকদের নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ার অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ, ছবি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে। এছাড়া ওই ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহ (লাটিম প্রতীক) এ বিষয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট থানায় মামলা দিয়েছেন। অভিযোগ ও এজাহারের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। যেখানে ঘটনাটির সত্যতা পাওয়া যায়।

নির্বাচন কমিশন সচিব আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যার জন্য ইসি নির্দেশনা দেয়। এ বিষয়ে মঙ্গলবার আফতাব নোটিশের জবাব দেন এবং উচ্চ আদালত থেকে সাঈদ মো. আব্দুল্লাহর মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নেন। বুধবার এ বিষয়ে ইসির শুনানি শেষে আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2