avertisements 2

পীরের ওপর হামলার প্রতিবাদে আ. লীগ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুন, বুধবার,২০২৩ | আপডেট: ০২:২৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম হাওলাদার। ছবি: সংগৃহীত 

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে দল থে‌কে অব‌্যাহ‌তির ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম হাওলাদার।

বুধবার বেলা ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‌তি‌নি এই ঘোষণা দেন। ত‌বে গঠনতন্ত্র অনুযায়ী অব‌্যাহ‌তি চে‌য়ে দ‌লের সভাপ‌তি বা সাধারণ সম্পাদ‌কের কা‌ছে কোনো লিখিত আবেদন ক‌রেন‌নি।

অপর‌দি‌কে পৌর আওয়ামী লী‌গের নেতাদের দাবি, আগামী পৌরসভা নির্বাচ‌নে হাতপাখা প্রতী‌কে মেয়র প‌দে নির্বাচন করার ধান্ধায় শাহআলম দল থে‌কে অব্যাহ‌তির এই নাটক সাজি‌য়ে‌ছেন।

শাহআলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পৌরসভার সা‌বেক কাউন্সিলর।

সংবাদ স‌ম্মেল‌নে লিখিত বক্তব্যে শাহআলম বলেন, ‘১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ ঘটনায় আমি ব্যথিত হয়েছি। একজন মুসলমান হিসেবে ব‌াংলা‌দেশ আওয়ামী লীগে আমি আর থাকতে চাচ্ছি না।’

তিনি বলেন, ‘কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আ. বারেক মোল্লার বেশ কিছু কার্যকলাপে আমি অতিষ্ঠ এবং ক্ষুব্ধ। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। তবে ইসলামী আন্দোলনের রাজনীতিতে যোগদানের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেইনি।’

শাহআলম হাওলাদার আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ পরিবার। আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হিসেবে কাজ করেছি। তবে ১২ তা‌রিখ আওয়ামীপন্থী কিছু লোক একজন আলেমের ওপর হামলা করায় আমি বেশ ব্যথিত হয়েছি। আমি একজন মুসলমান হিসেবে এই হামলার প্রতিবাদ স্বরূপ আওয়ামী জীবনের ইতি টেনেছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে চাই‌লে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সা‌বেক মেয়র আ. বারেক মোল্লা বলেন, ‘কুয়াকাটা পৌরসভার আগামী নির্বাচন স‌ন্নিক‌টে। ওই নির্বাচ‌নে শাহআলম হাওলাদার হাতপাখা প্রতীকে নির্বাচন করার স্বপ্ন দেখ‌ছেন। সে কারণে কয়েক মাস ধরে তি‌নি হাতপাখার পেছনে ছুটছেন, যা কুয়াকাটার সবাই জা‌নেন।’

তিনি জানান, লোকমু‌খে তিনি ঘটনা শুন‌লেও এখন পর্যন্ত শাহআলম সাংগঠ‌নিকভা‌বে কোনো লি‌খিত অব‌্যাহ‌তিপত্র বা পদত্যাগপত্র জমা দেন‌নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2