avertisements 2

কুমিল্লায় হিট স্ট্রোকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুন, বুধবার,২০২৩ | আপডেট: ১১:২৫ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

কুমিল্লার দাউদকান্দিতে প্রচণ্ড গরমের কারণে ‘হিট স্ট্রোকে’ হাবিবা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জুন) উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাবিবা গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে তিতাস উপজেলার নাগের চর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

cumilla-2
নিহত স্কুলছাত্রী হাবিবার স্বজনদের আহাজারি।
জানা যায়, মঙ্গলবার সকালে অতিরিক্ত গরমে হাবিবা শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত হাবিবাকে কমন রুমে নিয়ে মাথায় পানি ঢালে। অবস্থার অবনতি হলে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করে। পরে ঢাকায় নেওয়ার পথে হাবিবার মৃত্যু হয়। 

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, হাবিবাকে যখন পাই তখন তার শিরা চলছিল না। ঘটনা শুনে মনে হচ্ছে হিট স্ট্রোকে হাবিবার মৃত্যু হয়ে থাকতে পারে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2