avertisements 2

স্কুলছাত্রীর গায়ে রাস্তার গরম পিচ নিক্ষেপ, আটক দুই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ০৩:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ফাইল ছবি

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে এক স্কুলছাত্রীর গায়ে রাস্তা ঢালাইয়ের গরম পিচ ছুড়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজন‌কে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) পটুয়াখালী সদর থানার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় ওই গ্রামের নজরুল ইসলামের দোকানের সামনে রাস্তার ওপরে সংস্করণের কাজ করা শ্রমিকরা তার দিকে গরম পাথর ছুড়ে মারেন।

ভুক্তভোগীর নাম ইশরাত জাহান। তিনি কুড়িপাইকা সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
 
জানা যায়, ইশরাত বিভিন্ন সময়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার সংস্করণের কাজে নিয়োজিত শ্রমিক জাহিদুল ইসলাম ও পারভেজ হাওলাদার ও বাজে মন্তব্য করতেন। রোববার বিকেলে রাস্তার পাশ থেকে যাওয়ার সময় গরম পাথর তাদের দিকে ছুড়ে মারে। এতে ইশরাত তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

ভুক্তভোগী ইশরাত জানান, বিভিন্ন সময়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজে মন্তব্য করত তারা। রোববার তারা আমার দিকে গরম পাথর ছুড়ে মারে। এতে আমার হাত ফোসকা পড়ে যায়। এ সময় অনেক ব্যথা পেয়েছি। আমার গায়ে বোরকা ছিল, এ জন্য ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে।

ভুক্তভোগীর বড় ভাই আব্দুর রব জানান, এ ঘটনায় আমরা থানায় অভিযোগ করেছি। আমার বোন এখন হাসপাতালে ভর্তি।

ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, রোববার বিকেলে এ ঘটনা ঘটে। পরে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2