আমদানির খবর শুনেই পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০ টাকা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৩৯ পিএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

পেঁয়াজপেঁয়াজ
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজের দাম। রবিবার (৪ জুন) সকালে যে পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকা বিক্রি হয়েছে সন্ধ্যায় তা নেমে আসে ৭০ টাকায়।
চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে খাতুনগঞ্জে পাইকারিতে ৯০ টাকা করে পেঁয়াজ বিক্রি হয়। কৃষি মন্ত্রণালয় পণ্যটি আমদানির অনুমতি দিয়েছে- এমন খবর প্রকাশের পরপরই দাম কমতে শুরু করেছে। এখন কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাল আরও কমবে।
এদিকে, পাইকারিতে ৯০ টাকার পেঁয়াজ খুচরায় ১০০ টাকা ছাড়িয়ে গেছে। যে কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উল্লেখ্য, দেশীয় পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে ও কৃষকদের স্বার্থ রক্ষায় গত ১৬ মার্চ থেকে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।
এদিকে, আজ কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৫ জুন) থেকেই পণ্যটি আমদানির অনুমতি দেওয়া হবে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
