আম গাছে থোকায় থোকায় ঝুলছে সফেদা ফল!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুন,শুক্রবার,২০২৩ | আপডেট: ১২:০৪ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩টি ইউনিয়নের কয়েকটি গ্রামের অনেক বাড়ির আম গাছে ফলেছে সফেদা ফল! আমের ভরা মৌসুম জ্যৈষ্ঠ মাসে আমের গাছগুলোতে কাঁচা পাঁকা আম না ঝুলে থোকায় থোকায় ঝুলছে সফেদা।
এ নিয়ে জনসাধারণের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। তাই অদ্ভুত এই ফল দেখতে অনেকে ভিড় করলেও কেউ সাহস পাচ্ছেন না খেতে।
ঘটনাটি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা, ধানসাগর ইউনিয়নের সিংবাড়ি ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের বেশ কয়েকটি বাগানের আমগাছে এমন ফল চোখে পড়ে। কাছে গিয়ে ধরে না দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই সেগুলো আম নাকি সফেদা।
স্থানীয়রা জানালেন, ফলগুলো আমই। হঠাৎ সবুজ আমের গায়ে এমন ধূসর বর্ণ দেখে এগুলোকে সফেদা ভেবে ভুল করছেন সবাই।
আম বাগানের মালিক শাহজাহান আকন বলেন, আমার ৭৫ বছর বয়স। এর আগে কখনও আমগাছে সফেদার মতো ফল হতে দেখিনি। বাগানের সব আম সফেদার মতো দেখতে। আমগুলোর ভেতরে পোকায় ভরা। যে কারণে এসব আম বাজারে বিক্রিও করতে পারছি না।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এটা এক ধরনের ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। ছায়া যুক্ত স্থানে গাছ থাকলে এমন ছত্রাক দেখা দিতে পারে। এই আমের গায়ে ছত্রাকের আবরণ পড়ে দেখতে সফেদা ফলের মতো হয়েছে। এতে ভয়ের কিছু নেই। ছত্রাকের কারণে রং পরিবর্তন হলেও যেকোনো সময় এ আম খাওয়া যাবে।
তিনি জানান, বাগেরহাটে গত এক মাস ধরে চলা তাপদাহে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কারণে আমে ছত্রাকের আক্রমণ হয়েছে। যাদের গাছে এমন আম হচ্ছে তারা কৃষি অফিসের পরামর্শ নিয়ে কিটনাশক স্প্রে করলে আমের এই ছত্রাকজনিত সমস্যা সমাধান হবে।