avertisements 2

খুপরি থেকে হাসপাতালে সেই বৃদ্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মে,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৯:৫৬ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

কুমিল্লার দেবীদ্বারে দীর্ঘ ১৬ বছর ধরে জঙ্গলের খুপরিতে বাস করা চিরকুমার মুজিবুর রহমান (৬০) এখন হাসপাতালে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন। জেলা প্রশাসকের নির্দেশে সোমবার (২৯ মে) দুপুরে ইউএনও নিগার সুলতানা ওই এলাকা থেকে নিয়ে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

মুজিবুর রহমান জানান, তার বাবা মরহুম লাল মিয়া প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার মাকে। এই সংসারে একমাত্র সন্তান তিনি।

প্রথম সংসারে দুই ভাই ফরিদুল ইসলাম ও জহিরুল ইসলাম। তার বাবা লাল মিয়া রেলওয়েতে চাকরি করতেন। সৎভাই ফরিদুল আলম পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করতেন। মুজিবুর কাইচপুর মালেক জুট মিলে চাকরি করে সৎভাই জহিরুল ইসলামকে বিএ পাস করান।

সেই জহিরুল ইসলামই তার পৈতৃক সম্পত্তির ১০৫ শতাংশের মধ্যে ৮৫ শতাংশ জমি লিখে নেন। তাকেও বাড়ি থেকে বের করে দেন। স্থানীয়দের সহযোগিতায় ২০০৭ সাল থেকে জঙ্গলে খুপরি বানিয়ে ঠাঁই নেন মুজিবুর।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১০ নম্বর গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের উত্তরপাড়া মৌলভীবাড়ির পাশের জঙ্গলেই মুজিবুরের খুপরি।

সম্প্রতি তার খুপরির বিষয়টি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।
এ নিয়ে কালের কণ্ঠে সংবাদ প্রকাশ হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা মুজিবুর রহমানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, মুজিবুর রহমান বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন। তবে কিছুটা শারীরিক দুর্বলতায় ভুগছেন।

পরিপূর্ণ সুস্থতার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুজিবুর রহমানকে। তার জন্য জেলা প্রশাসক স্যার টিনের বরাদ্দ দিয়েছেন। সুস্থ হয়ে উঠলেই তার পৈতৃক জমিতে আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2