রোগীর পেট থেকে বের করা হলো ১৫ কলম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মে,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৩৬ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছবি সংগৃহীত
দেশে প্রথমবারের মতো অপারেশন ছাড়াই অ্যান্ডোস্কপির মাধ্যমে এক যুবকের পেটের ভেতর থেকে কলম বের করেছেন চিকিৎসকরা। তাও আবার একটি-দুটি নয়, ১৫টি।
বৃহস্পতিবার এ অসম্ভবকে সম্ভব করেছেন সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান জাহিদুল ইসলাম, কনসালটেন্ট আমিনুল ইসলাম খান ও তাদের দল। ওই যুবক জেলার এনায়েতপুর থানার খুকনী আটারদাগ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন (৩৫)।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম।
ড. জাহিদ বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যাথা নিয়ে বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫) হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করে দেখা যায়, তার পেটের মধ্যে অনেক গুলো কলম রয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে তার পেট থেকে বের করে আনা ১৫টি কলম।’
আব্দুল মোতালেব মানসিক রোগী উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘আব্দুল মোতালেব বিভিন্ন সময় রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সুস্থ অবস্থায় আছেন।’