মেয়ে সেজে মোবাইলে প্রেম, ১৮ লাখ টাকা হাতিয়ে নেয় হাবিপ্রবি শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:৫৭ পিএম, ১৩ সেপ্টেম্বর,শনিবার,২০২৫

সুজন সরকার ও ভগদীশ চন্দ্র রায়
মেয়ে সেজে কণ্ঠ নকল করে মোবাইলে কথা বলত দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী সুজন সরকার (২৩)। এসএমএস দিত প্রেমে ভরা। এরপর প্রেমিকের কাছ থেকে কৃষি প্রজেক্টের কথা বলে নগদ ও বিকাশের মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থী এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৪টায় প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানান নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, আসামিদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাত ৮ টায় বিশবিদ্যালয়ের সামনে বাঁশের হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সুজন সরকার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বীরগঞ্জের সাদুল্লাপাড়া এলাকার গোপাল সরকারে ছেলে। তার সহযোগী সদর উপজেলার মুজাহিদপুর এলাকার দয়াল চন্দ্র রায়ের ছেলে ভগদীশ চন্দ্র রায় (৩০)।
নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায়, সুজন সরকার ফেসবুকে জান্নাতুল নাহিমা (অচেনা পথিক) নামে একটি ভুয়া আইডি খুলে নবাবগঞ্জের ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে সুজন সরকার তার সহযোগীর সহযোগিতায় কৃষি প্রজেক্টের কথা বলে বিভিন্ন কৌশলে নগদ ও বিকাশের মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে ফরিদুল ইসলামের কাছে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। আসামিদের আদালতের সোর্পদ করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
