avertisements 2

দেশে করোনা শনাক্ত একলাফে বেড়ে ৬১

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মে,রবিবার,২০২৩ | আপডেট: ১০:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯২৯টি নমুনা পরীক্ষা করে এসব নতুন রোগী শনাক্ত হয়।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৮ রোগী। দিনে শনাক্তের হার ৬ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন যা ছিল ৪ দশমিক ৩১ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে অপরিবর্তিতই রয়েছে, ২৯ হাজার ৪৪৬ জন।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। গত ২৪ ঘণ্টায় ১১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ১৯৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ৫৭ জনই ঢাকার বাসিন্দা। অন্য চারজন সিলেটের। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2