ই-অরেঞ্জের সোহেল রানা কোথায়, জানতে চান হাইকোর্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মে,রবিবার,২০২৩ | আপডেট: ০১:১০ এএম, ২৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৫
সোহেল রানা - ফাইল ছবি
বরখাস্ত পুলিশ কর্মকর্তা ও ই-অরেঞ্জের সোহেল রানা বর্তমানে কোথায় অবস্থান করছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এর পাশাপাশি তাকে ফিরিয়ে আনতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সে বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। আর রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।
এর আগে গত ২৯ জানুয়ারি সোহেল রানাকে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের পর রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, সোহেল রানা ভারতের কারাগারে আটক ছিলেন। জামিনে কারামুক্ত হয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ ফের আদেশ দেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ই-অরেঞ্জ থেকে ৭৭ কোটি টাকার পণ্য কিনে প্রতারণার শিকার ৫৪৭ জন গ্রাহকের পক্ষে আফজাল হোসেন, আরাফাত আলী, তরিকুল আলম, সাকিবুল ইসলাম, রানা খান ও হাবিবুল্লাহ জাহিদ নামের ৬ গ্রাহক গত বছর মার্চে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহক ঠকানো, অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। দুদক, বিএফআইইউ ও সিআইডকে চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শাজাহান খানের বাড়ি ও পেট্রোল পাম্প পাহারা দেয়া সেই যুবদল নেতার পদ স্থগিত
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক
মুন্সীগঞ্জে বাসা থেকে ডেকে নিয়ে মায়ের সামনে তরুণকে কুপিয়ে হত্যা
ইউরোপের স্বপ্নে মৃত্যুযাত্রায় সিলেটের তরুণরা





