avertisements 2

কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ সস্ত্রীক এপিবিএন কর্মকর্তা আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মে,শনিবার,২০২৩ | আপডেট: ১২:২৯ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ সস্ত্রীক এক এপিবিএন কর্মকর্তাকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার কলাতলি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। টেকনাফ ডিএনসির এসআই তুন্তু মনি চাকমা বিষয়টি নিশ্চিত করেন। 

আটকরা হলেন, সিরাজগঞ্জের রাজাপুর ইউনিয়নের সমেশপুর মন্ডলবাড়ী এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে রেজাউল করিম (৪৭) এবং তার স্ত্রী মলিনা পাশা (৪৪)। রেজাউল করিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৬ এপিবিএনে এসআই পদে কর্মরত ছিলেন।

জানা যায়, টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন-এর এক কর্মকর্তা মাদকের চালান নিয়ে ঢাকায় যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে শহরের কলাতলী মোড়ে গ্রীণ লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালায় ডিএনসি। অভিযানে এপিবিএন কর্মর্কতা রেজাউল করিমের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা ও একটি ওয়াকিটকিসহ স্ত্রী মলিনা পাশাকে আটক করা হয়।
  
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তুন্তু মনি চাকমা বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটকদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2