avertisements 2

বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ মে, বুধবার,২০২৩ | আপডেট: ০৭:৩৫ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

পাবনায় গতকাল সোমবার বাল্যবন্ধুর মিষ্টির দোকানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। তাঁর শৈশব কেটেছে পাবনা শহরের অলি-গলিতে। বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। কখনও বা স্কুল ফাঁকি দিয়েও। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে গল্প করেও অনেক সময় পার করেছেন তিনি। বহু বছরের পুরোনো সে স্মৃতি।

মো. সাহাবুদ্দিন এখন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবেই গতকাল সোমবার (১৫ মে) পাবনায় চার দিনের সফরে এসেছেন তিনি। দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। কিন্তু ভুলে যাননি বাল্য বন্ধুদের। তাই চলে এসেছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাইতো ময়রার দোকানে এসেছেন মিষ্টি খেতে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম লাবু। শহরের ভেতরেই আব্দুল হামিদ রোডে ব্যস্ততম দোকান।

দোকানে ঢুকলেন রাষ্ট্রপতি। বাল্যকালের স্মৃতিভরা বন্ধুর দোকানে একটু বসলেন। মিষ্টি খেলেন। সফর সঙ্গীদেরও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না।

জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতি যোগ দেবেন নাগরিক সংবর্ধনা সভায়। এছাড়া পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বেশকিছু স্থান পরিদর্শন করবেন। ১৮ মে সকালে সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন তিনি।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2